sumit
December 1, 2024
Rahul Majumdar
পুজোর পরেই কুঁজোর চিত হওয়ার রোগটা চাগাড় দিয়ে উঠল। অবশ্য টিকিটপত্তর, হোটেল বুকিং টুকিং মাস চারেক আগেই সারা ছিল।
নেতাজীর পেটে বসে রওয়ানা দেওয়া গেল লক্ষ্মীপূজার আগের রাতে ,১৫ অক্টোবর ২০২৪। বাইরের গরম ঠান্ডা কামরার বাইরেই গুমরোতে থাকল। রাত দশটা থেকে পরের দিনটা আর প্রায় সমস্ত রাত মুঘলসরাই,মানে ইয়ে দীনদয়াল উপাধ্যায়, কানপুর, ইলাহাবাদ, যার নাম এখন প্রয়াগরাজ, পুরোনো দিল্লী হয়ে চণ্ডীগড়ে আমাদের মাত্র ঘন্টা তিনেক দেরি করে ভোর পৌনে চারটেয় নামিয়ে কালকার দিকে দৌড় দিলেন।
চানশাল নামটা বেড়ুয়ে বাঙালির কাছে হিব্রু মনে হওয়াটা আশ্চর্য নয়। তবে, ট্রেকাররা নামটার সঙ্গে পরিচিত। শিমলা জেলা সবথেকে উঁচু পাস চানশাল ঘাটি। একে পেরিয়ে ডোডরা ক্ওয়ার, যেখান থেকে রুপিন ঘাটি পার করে চলে যাওয়া যায় নৈটেয়ারে।
বছর কয়েক আগেও টিক্করি থেকে পদব্রজেই শিলাদেশ হয়ে পুরো পথটা পার করতে হতো। এখন বছরে কয়েক মাস গাড়ি, এমনকী বাসও চলে ডোডরা ক্ওয়ার অবধি।
গাড়ি চলে, এই ভরসাতেই এ পথে পাড়ি দেওয়া। চণ্ডীগড়ে আমাদের জন্য চতুর্চক্রযান নিয়ে অপেক্ষা করার কথা ঋষভের। তাকে ফোন করা যাক।
This is a placeholder tab content. It is important to have the necessary information in the block, but at this stage, it is just a placeholder to help you visualise how the content is displayed. Feel free to edit this with your actual content.